১৫০ কর্মী ছাঁটাই করছে পিন্টারেস্ট

২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০৭  

১৫০ জন কর্মী বা মোট জনবলের প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে পিন্টারেস্ট ইনকর্পোরেশন। ব্লুমবার্গের খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, খরচ কমানোর লক্ষে কর্মীদের ছাঁটাইয়ের যে জোয়ার শুরু হয়েছে সেখানে যুক্ত হলো এই প্রযুক্তি কোম্পানিটি।

ডিজিটাল সার্চ কোম্পানি পিন্টারেস্ট মূলত ব্যবহারকারীদের অনলাইন পিনবোর্ড যুক্ত করার সুযোগ দেয়। গতকাল (বুধবার) চাকরি ছাঁটাইয়ের বিষয়ে কর্মীদের অবহিত করেছে কোম্পানিটি। নির্ভরযোগ্য সূত্র এই খবর জানিয়েছে ব্লুমবার্গকে।

সানফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানিটির প্রায় সকল টিমে কর্মী ছাঁটাই হবে, তবে সবাই একই মাত্রায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এমনটি নয়। বিচ্ছিন্ন পাকেজ, সুবিধাসহ অন্যান্য সেবা পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা।

ডিবিটেক/বিএমটি